নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে স্বপ্নের মতো একটি দিন পার করেছে বাংলাদেশ। ১৩০ রানের লিড নেওয়ার পর দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছেন বাংলাদেশের বোলাররা। ১৭ রানের লিড নিতেই কিউইরা হারিয়েছে ৫ উইকেট। বিশেষ করে বল হাতে দারুণ করেছেন পেসার ইবাদত হোসেন। ৪ উইকেট নিয়ে চতুর্থ দিনের নায়ক তিনি। দিনের খেলা শেষে সতীর্থ লিটন দাসের প্রশংসাও পেয়েছেন ইবাদত। পাশাপাশি শান্ত থেকে পঞ্চম দিনের বাকি কাজ সারতে চান বলেও জানান লিটন।
দারুণ এক স্পেলে চতুর্থ দিনের শেষ বিকেলে ৩ কিউই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ইবাদত। তাঁর এমন পারফরম্যান্স বাংলাদেশকে উজ্জীবিত করেছে জানিয়ে লিটন বলেন, ‘ইবাদত একই জায়গায় বল করায় আমরা অনেক সহায়তা পেয়েছি এবং আমাদের দলকেও অনেক উজ্জীবিত করেছে। আমরা এখন যে অবস্থায় আছি, তাতে অতি আত্মবিশ্বাসী না। এখনো আমাদের ৫ উইকেট নিতে হবে। যত কম রান দেওয়া যায় সেটা নিশ্চিত করতে হবে। কারণ, এই রানটা আমাদের তাড়া করতে হবে।’
বোলিংয়ে নিজেদের কৌশল কেমন ছিল জানাতে গিয়ে লিটন বলেন, ‘আজকের দিনে কিছু বল নিচু হয়ে আসছিল, আবার কিছু বল ওপরে উঠে যাচ্ছিল। আমরা জানি, ইবাদতের গতি গড়ে ১৩৮-১৪০—এ রকম থাকে। আমরা পেছন থেকে তাঁকে উজ্জীবিত করছিলাম। শান্ত বারবার বলছিল জোরে বল করতে, কারণ সে যখনই জোরে বল করছিল, উইকেট থেকে সহায়তা পাচ্ছিল।’
ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও এই টেস্ট দিয়ে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন ইবাদত। তাঁকে নিয়ে লিটন আরও বলেন, ‘আমিও যখন শুরু করেছি, আমারও পারফরম্যান্স ভালো ছিল না। বাংলাদেশে এখন যারা খেলছে, সবার যে পারফরম্যান্স খুব ভালো তা-ও না। তবে খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। আর একটা বিষয় বুঝতে হবে যে, আমরা যখন টেস্ট খেলি, কত দিন পরপর খেলি। সে একটা ফরম্যাটে খেলে। বাংলাদেশের খেলা থাকলে খেলে, অনেক সময় খেলেও না। পেস বোলারদের সব সময় সবকিছু অনুকূলে থাকে না। সে যে ভালো বোলার, আজ তা প্রমাণ করেছে।’
সুবিধাজনক অবস্থানে থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে চায় না বাংলাদেশ। শান্ত থেকে নিজেদের কৌশল বাস্তবায়ন করতে চান জানিয়ে লিটন বলেন, ‘কাল একেবারেই নতুন দিন। উইকেট খুব একটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। আমাদের চেষ্টা থাকবে যত কম রানে ওদের অলআউট করা যায়। রান তাড়া করা যে খুব সহজ হবে তা না। আমাদের অনেক পরিশ্রম করে ব্যাটিং করতে হবে। আমরা সবাই শান্ত আছি। আমরা যে কৌশলে খেলছি, তাতে এখন পর্যন্ত সফল। এখন চেষ্টা করব সেটা ধরে রাখতে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে স্বপ্নের মতো একটি দিন পার করেছে বাংলাদেশ। ১৩০ রানের লিড নেওয়ার পর দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছেন বাংলাদেশের বোলাররা। ১৭ রানের লিড নিতেই কিউইরা হারিয়েছে ৫ উইকেট। বিশেষ করে বল হাতে দারুণ করেছেন পেসার ইবাদত হোসেন। ৪ উইকেট নিয়ে চতুর্থ দিনের নায়ক তিনি। দিনের খেলা শেষে সতীর্থ লিটন দাসের প্রশংসাও পেয়েছেন ইবাদত। পাশাপাশি শান্ত থেকে পঞ্চম দিনের বাকি কাজ সারতে চান বলেও জানান লিটন।
দারুণ এক স্পেলে চতুর্থ দিনের শেষ বিকেলে ৩ কিউই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ইবাদত। তাঁর এমন পারফরম্যান্স বাংলাদেশকে উজ্জীবিত করেছে জানিয়ে লিটন বলেন, ‘ইবাদত একই জায়গায় বল করায় আমরা অনেক সহায়তা পেয়েছি এবং আমাদের দলকেও অনেক উজ্জীবিত করেছে। আমরা এখন যে অবস্থায় আছি, তাতে অতি আত্মবিশ্বাসী না। এখনো আমাদের ৫ উইকেট নিতে হবে। যত কম রান দেওয়া যায় সেটা নিশ্চিত করতে হবে। কারণ, এই রানটা আমাদের তাড়া করতে হবে।’
বোলিংয়ে নিজেদের কৌশল কেমন ছিল জানাতে গিয়ে লিটন বলেন, ‘আজকের দিনে কিছু বল নিচু হয়ে আসছিল, আবার কিছু বল ওপরে উঠে যাচ্ছিল। আমরা জানি, ইবাদতের গতি গড়ে ১৩৮-১৪০—এ রকম থাকে। আমরা পেছন থেকে তাঁকে উজ্জীবিত করছিলাম। শান্ত বারবার বলছিল জোরে বল করতে, কারণ সে যখনই জোরে বল করছিল, উইকেট থেকে সহায়তা পাচ্ছিল।’
ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও এই টেস্ট দিয়ে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন ইবাদত। তাঁকে নিয়ে লিটন আরও বলেন, ‘আমিও যখন শুরু করেছি, আমারও পারফরম্যান্স ভালো ছিল না। বাংলাদেশে এখন যারা খেলছে, সবার যে পারফরম্যান্স খুব ভালো তা-ও না। তবে খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। আর একটা বিষয় বুঝতে হবে যে, আমরা যখন টেস্ট খেলি, কত দিন পরপর খেলি। সে একটা ফরম্যাটে খেলে। বাংলাদেশের খেলা থাকলে খেলে, অনেক সময় খেলেও না। পেস বোলারদের সব সময় সবকিছু অনুকূলে থাকে না। সে যে ভালো বোলার, আজ তা প্রমাণ করেছে।’
সুবিধাজনক অবস্থানে থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে চায় না বাংলাদেশ। শান্ত থেকে নিজেদের কৌশল বাস্তবায়ন করতে চান জানিয়ে লিটন বলেন, ‘কাল একেবারেই নতুন দিন। উইকেট খুব একটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। আমাদের চেষ্টা থাকবে যত কম রানে ওদের অলআউট করা যায়। রান তাড়া করা যে খুব সহজ হবে তা না। আমাদের অনেক পরিশ্রম করে ব্যাটিং করতে হবে। আমরা সবাই শান্ত আছি। আমরা যে কৌশলে খেলছি, তাতে এখন পর্যন্ত সফল। এখন চেষ্টা করব সেটা ধরে রাখতে।’
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। হেক্সা মিশনের লক্ষ্যে নেমে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালেই থেমে যাচ্ছে ব্রাজিলের পথচলা।
১০ মিনিট আগেরাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রোটিয়ারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান করেছিল।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল ও পিএসএল। দুটি টুর্নামেন্ট পুনরায় শুরুর দিনক্ষণ জানানো হয়েছে। সমস্যাটা হয়েছে এখানেই। বিশেষ করে, আইপিএলের কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা রিশাদ হোসেনের হয়েছিল দুর্দান্ত। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই তাঁকে দেশে ফিরতে হয়। বাংলাদেশের তরুণ লেগস্পিনারের পুনরায় মাঠে নামতে তর সইছে না।
২ ঘণ্টা আগে