খুন করে ফোনে স্বজনকে জানানো হয় লাশ কোথায় পাওয়া যাবে
‘রবিউল মারা গেছে, তাঁর লাশ হেমায়েতপুর রাখা হবে। সেখান থেকে লাশ নিয়ে নিয়েন।’ একদিন মধ্যরাতে অজ্ঞাত এক ব্যক্তি হোটেল ব্যবসায়ী রবিউল ইসলামের শাশুড়িকে ফোন করে এতটুকু কথা বলে ফোন রেখে দেন। অজ্ঞাত ব্যক্তির ফোনে এমন কথা শুনে ৬৫ বছরের বৃদ্ধা রেখা বেগম জ্ঞান হারান। পরিবারে শুরু হয় শোকের মাতম