চতুর্থ শ্রেণির কর্মচারীর ৩ ফ্ল্যাট, ২ দোকান–প্লট
রেলওয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যারেজ অ্যাটেনডেন্ট ছিলেন শামছুল আলম। ৯ হাজার টাকা বেতন গ্রেডে চাকরি করতেন তিনি। তবে এই চাকরি থেকে আঙুল ফুলে যেন কলাগাছ হয়েছে। কিনেছেন ৩ কোটি টাকায় তিনটি ফ্ল্যাট, ১ কোটি টাকার দুটি দোকান, ৮০ লাখ টাকার প্লট।