একসময় আবর্জনার গন্ধ ছিল, এখন ফুলের সৌরভ
চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে নয়নতারা, ক্রিসমাস ট্রি, পাতাবাহারসহ বাহারি ফুলের গাছ। ট্রেনে ওঠার আগে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। সৌন্দর্য আর সবুজে মুগ্ধ হচ্ছেন। পরিত্যক্ত জায়গায় ফুল আর সবুজের সমারোহ—এ যেন স্টেশনের অন্য এক রূপ।