‘গেরামের মানুষেরা হ্যারে চেনে না’
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে অটোরিকশা চালান জামিল হোসেন। বাড়ি পূর্বধলার জারিয়া ইউনিয়নে। নবম শ্রেণি পাস জামিলের ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো আগ্রহই দেখা গেল না। কারণ জিজ্ঞাসা করতেই সোজাসাপ্টা জবাব, ‘নৌকা মার্কার সাথে ধানের শীষ নাই, এডা কোনো নির্বাচন?’