আ. লীগ কার্যালয়ে হামলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বোমা হামলা, ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাদশা ফাহাদ আব্বাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।