‘সাড়ে ১৭ বছর বাবাকে ছুঁতে পারি না, আজ ন্যায়বিচার পেলাম’
১৭ বছর ৬ মাস, বাবাকে বাবা বলে ডাকতে পারি না, ছুঁয়ে দেখতে পারি না। এটা যে কি কষ্টের বলে বুঝাতে পারবো না। অবশেষে আমরা ন্যায় বিচার পেলাম। রায় কার্যকরের পর ড. তাহেরের মেয়ে অ্যাডভোকেট সেগুফতা তাবাসসুম আহমেদ এক প্রতিক্রিয়ায় একথা বলেন।