রাজশাহীতে শতবর্ষী গাছ কেটে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ, পরিবেশবাদীদের প্রতিবাদ
কর্মসূচির ব্যানারে লেখা ছিল, ‘শহীদ মিনারের শতবর্ষী গাছ বাঁচাও, প্রাঙ্গণে বাণিজ্যিক দোকানদারি চলবে না।’ এ সময় ‘আমি ঝড় আসলে পারি না’, ‘সন্ধ্যা হইতে আইসো মানুষ’ ও ‘উন্নয়নের নামে দেখো দেয়াল তুলে’ গান পরিবেশিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গানের দল ‘অনেস্বর’ মাদুর পেতে বসে গান পরিবেশন করে। এর আ