লোকসানে পড়ে পেশা বদলাচ্ছেন তাঁতিরা
‘তিন দশক আগেও এই গ্রামে ছয় থেকে সাত শতাধিক তাঁতকল ছিল। বর্তমানে টিকে আছে ১৫টি। ক্রমাগত লোকসান, প্রয়োজনীয় পুঁজি আর দফায় দফায় কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে একে একে বন্ধ হয়ে যাচ্ছে তাঁতকল। এতে লোকসান গুনতে হচ্ছে তাঁতিদের। যে কারণে পেশা বদল করছে অনেকেই। এক দশক আগেও আমার ১৫টি তাঁতকল ছিল, এখন আছে ৫টি।’