Ajker Patrika

গলায় বালুভর্তি কলস বেঁধে নদীতে ঝাঁপ দিলেন নারী

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
গলায় বালুভর্তি কলস বেঁধে নদীতে ঝাঁপ দিলেন নারী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আত্মহত্যার উদ্দেশ্যে গলায় বালুভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। এরপর থেকে তিনি নিখোঁজ।

নিখোঁজ গৃহবধূ মনোয়ারা বেগম (৫৫) বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের গণি মণ্ডলের (মৃত) স্ত্রী। 

গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার দুপুর ১টার দিকে মনোয়ারা বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হন। বাড়ির অদূরে গড়াই নদীর তীরে গিয়ে কলসিতে বালু ভর্তি করে রশি দিয়ে গলার সঙ্গে বেঁধে নেন। এরপর কলস নিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। দূর থেকে এক পথচারী এ দৃশ্য দেখে চিৎকার করেন। স্থানীয়রা খবর দিলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। তবে বিকেল পর্যন্ত মনোয়ারার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে ওই গৃহবধূ একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ বিষয়ে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্যে ওই গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত