আশার বিসিক ঘিরে নিরাশার ছায়া
রাজবাড়ী বিসিক শিল্পনগরীর বিশ্বাস রাইস মিল। ভেতরে ঢুকে দেখা গেল, আমজাদ হোসেন নামের এক শ্রমিক একাকী কুলায় চাল নিয়ে ধান বাছাই করছেন। বললেন, এই চাতালে আগে ধান থেকে চাল উৎপাদন করা হতো। এখন কুষ্টিয়া থেকে চাল কিনে এনে বিক্রি করা হয়। কারখানা বন্ধ।