মানুষ কি রাজপথে শক্তির মহড়া দেখতে চায়
বাজারে খবরের চেয়ে গুজব বেশি। রাজনৈতিক নেতাদের মুখে সমঝোতা নয়, সংঘাতের সুর। গণমাধ্যমে যেসব খবর ছাপা হয়, তাতে মানুষের আস্থা কম। মানুষ নানা কানকথা শুনছে আর উদ্বিগ্ন হয়ে একজন আরেকজনের কাছে জানতে চাইছে, কী হতে চলেছে দেশে? নির্বাচন কি ঠিক সময়ে হবে? নাকি রাজপথেই ফয়সালা? বিএনপির সভা-সমাবেশে উপস্থিতি বাড়ছে,