বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তান প্রসব
বিয়ের আট বছর হয়ে গেলেও সন্তান হচ্ছিল আদুরী বেগম আশা ও মনিরুজ্জামান বাঁধন দম্পতির। সন্তানের আশায় চলছিল নানা চিকিৎসা। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের বাঁকা কথায় জীবন যখন অতিষ্ঠ, তখনই আসল সুখবর। অবশেষে তাঁদের মনের আশা পূরণ হয়েছে। একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামের ওই নারী। এর মধ্যে তিনজন