এক সিনেমায় রজনীকান্তের সঙ্গে জ্যাকি শ্রফ
ভারতীয় কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘জেইলর’ এ অভিনয় করবেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। গতকাল রোববার, প্রযোজনা প্রতিষ্ঠান তাঁদের টুইটারে সিনেমাটিতে জ্যাকি শ্রফের অন্তর্ভুক্তের বিষয়টি নিশ্চিত করেছে। আসন্ন তামিল সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক নেলসন দিলীপকুমার ও প্রযোজনা করছে সান পিকচার্স