রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতা মামলা
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বাদী হয়ে আদালতের নির্দেশে দ্রুতবিচার আইনে রাজাপুর থানায় মামলাটি করেন।