বয়স বাড়িয়ে বিয়ের আয়োজন, কাজিসহ বরের চাচা ও কনের বাবা কারাগারে
মাদারীপুরে ইতালিপ্রবাসীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে ঠিক হয়। আজ বুধবার কাজি অফিসে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে হাজির হন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত কাজি, বরের চাচা ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড দেন। অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)