বন্ধ গ্যাসস্টেশন চালুর নির্দেশ
মৌলভীবাজার জেলার বন্ধ তিনটি সিএনজি স্টেশন খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে এ নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, নির্দিষ্ট পরিমাণের বেশি গ্যাস বিক্রি করায় জেলার তিনটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এতে সিএনজিচালিত পরিবহনগুলোর ভাড়া বেড়ে হয় দ্বিগুণ।