Ajker Patrika

লাঘাটা ছড়া থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৫: ৫৯
লাঘাটা ছড়া থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাঘাটা ছড়া থেকে আব্দুল মান্নান (৬৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর এলাকার লাঘাটা ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত আব্দুল মান্নান একই এলাকার মকবুল মিয়ার ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে বাড়ির পাশে লাঘাটা ছড়ায় বড়শি দিয়ে মাছ ধরতে যান আব্দুল মান্নান। আজ সকালে তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লাঘাটা ছড়ার কাদার মধ্যে আব্দুল মান্নানের মরদেহ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

মৃতের ছেলে তালেব মিয়া বলেন, ‘আমার বাবা প্রায় সময় রাতে লাঘাটা ছড়ায় বড়শি দিয়ে মাছ ধরতে যেতেন। ধারণা করছি, গতকাল রাতে মাছ শিকার করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আমার বাবা মারা গেছেন।’ 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত