সেই রিজওয়ানই এবার আইসিসির বর্ষসেরা
স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২১ সালে এই সংস্করণে বছরজুড়ে ব্যাট হাতে অতিমানবীয় পারফরম্যান্স করেছেন রিজওয়ান। সেটির পুরস্কার হিসেবে এবার পেলেন আইসিসির। ২০২১ সালের টি-টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।