গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। সুপার ফোরে যেতে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাবর আজমের দলের। হংকংও নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি। দুই দলের জন্যই আজকের ম্যাচটা বাঁচা-মরার। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে হংকংকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে হংকংকে করতে হবে ১৯৪ রান। হারলেই এশিয়া কাপকে বিদায় জানাতে হবে যেকোনো এক দলকে। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেন হংকং অধিনায়ক নিজাকাত খান। ইনিংসের শুরুতে অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন হংকং বোলার এহসান খান। ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক বাবরকে। অফ স্পিনার এহসানের হাতে ফিরতি ক্যাচে ৯ রানে ফেরেন তিনি।
দ্রুত প্রথম উইকেট হারানোর পর পাকিস্তানকে পথ হারাতে দেননি রিজওয়ান খান ও ফখর জামান। তিনে নামা ফখরের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন রিজওয়ান। এই জুটি ভাঙে ফখরের বিদায়ে। এহসানকে তুলে মারতে গিয়ে পয়েন্টে আইজাজ খানের হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে অবশ্য ৫৩ রানের ইনিংসে দলকে ভালো একটা অবস্থানে রেখে যান ফখর। তাঁর ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ২ ছক্কায়।
পাকিস্তানের রান তখন ২ উইকেটে ১২৯। এরপর পাকিস্তান যে ১৯৩ রানে থেমেছে, সেটার বড় অবদান খুশদিল শাহর। ১৫ বলে ৩৫ রান করেন খুশদিল। ইনিংসে ছক্কার মার ৫টি। এর মধ্যে শেষ ওভারেই ৪টি, শেষ তিন বলে ৩টি। এক প্রান্তে অবিচলই থেকে যান রিজওয়ান। ৫৭ বলে ৭৮ রান করেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। সুপার ফোরে যেতে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাবর আজমের দলের। হংকংও নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি। দুই দলের জন্যই আজকের ম্যাচটা বাঁচা-মরার। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে হংকংকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে হংকংকে করতে হবে ১৯৪ রান। হারলেই এশিয়া কাপকে বিদায় জানাতে হবে যেকোনো এক দলকে। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেন হংকং অধিনায়ক নিজাকাত খান। ইনিংসের শুরুতে অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন হংকং বোলার এহসান খান। ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক বাবরকে। অফ স্পিনার এহসানের হাতে ফিরতি ক্যাচে ৯ রানে ফেরেন তিনি।
দ্রুত প্রথম উইকেট হারানোর পর পাকিস্তানকে পথ হারাতে দেননি রিজওয়ান খান ও ফখর জামান। তিনে নামা ফখরের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন রিজওয়ান। এই জুটি ভাঙে ফখরের বিদায়ে। এহসানকে তুলে মারতে গিয়ে পয়েন্টে আইজাজ খানের হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে অবশ্য ৫৩ রানের ইনিংসে দলকে ভালো একটা অবস্থানে রেখে যান ফখর। তাঁর ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ২ ছক্কায়।
পাকিস্তানের রান তখন ২ উইকেটে ১২৯। এরপর পাকিস্তান যে ১৯৩ রানে থেমেছে, সেটার বড় অবদান খুশদিল শাহর। ১৫ বলে ৩৫ রান করেন খুশদিল। ইনিংসে ছক্কার মার ৫টি। এর মধ্যে শেষ ওভারেই ৪টি, শেষ তিন বলে ৩টি। এক প্রান্তে অবিচলই থেকে যান রিজওয়ান। ৫৭ বলে ৭৮ রান করেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১২ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১৭ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
২৭ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
৪৩ মিনিট আগে