গত কয়েক মাস দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে তিনি। ফর্মের তুঙ্গে থেকে ২৮ আগস্ট দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এশিয়া কাপ শুরু করবেন পাকিস্তানি অধিনায়ক।
এই আসরেই নতুন রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে বাবরকে। পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলকের সামনে ২৭ বছর বয়সী তারকা। তার জন্য দরকার ১২০ রান। সাম্প্রতিক ফর্ম মরুর বুকে টেনে আনতে পারলে এশিয়া কাপেই এই নতুন রেকর্ড গড়তে পারেন তিনি।
পাকিস্তানিদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহে শীর্ষে আছেন শোয়েব মালিক। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭২ ম্যাচে ৩৬.৫৫ গড়, ১২৭. ১৩ স্ট্রাইক রেট ও ৭১ ফিফটিতে ১১৬৯৮ রান করেছেন ৪০ বছর বয়সী অলরাউন্ডার। বাবর এখন পর্যন্ত ২১৯ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ৬৭ ফিফটিতে করেছেন ৭৮৮০ রান। তাঁর গড় ৪৫.২৮ এবং স্ট্রাইক রেট ১২৮.০৮।
অন্যদিকে, নতুন মাইলফলকের চূড়ায় ওঠার অপেক্ষায় মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটরক্ষক-ব্যাটার সপ্তম পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মালিক হওয়ার পথে। ১৮৭ টি-টোয়েন্টিতে ৪১.৯৫ গড়, ১২৬ স্ট্রাইক রেট ও ৩৯ ফিফটিতে তাঁর রান ৪৯০৯। এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে ২ হাজার করা একমাত্র ক্রিকেটার তিনি। আর ৯১ রান করলে পাকিস্তানের হয়ে ২০ ওভারের ক্রিকেটে ৫ হাজারি রানের অভিজাত ক্লাবে যোগ দেবেন রিজওয়ান। যেখানে তিনি সঙ্গী হিসেবে পাবেন মালিক, বাবর, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, আহমেদ শেহজাদ ও কামরান আকমলকে।
গত কয়েক মাস দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে তিনি। ফর্মের তুঙ্গে থেকে ২৮ আগস্ট দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এশিয়া কাপ শুরু করবেন পাকিস্তানি অধিনায়ক।
এই আসরেই নতুন রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে বাবরকে। পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলকের সামনে ২৭ বছর বয়সী তারকা। তার জন্য দরকার ১২০ রান। সাম্প্রতিক ফর্ম মরুর বুকে টেনে আনতে পারলে এশিয়া কাপেই এই নতুন রেকর্ড গড়তে পারেন তিনি।
পাকিস্তানিদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহে শীর্ষে আছেন শোয়েব মালিক। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭২ ম্যাচে ৩৬.৫৫ গড়, ১২৭. ১৩ স্ট্রাইক রেট ও ৭১ ফিফটিতে ১১৬৯৮ রান করেছেন ৪০ বছর বয়সী অলরাউন্ডার। বাবর এখন পর্যন্ত ২১৯ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ৬৭ ফিফটিতে করেছেন ৭৮৮০ রান। তাঁর গড় ৪৫.২৮ এবং স্ট্রাইক রেট ১২৮.০৮।
অন্যদিকে, নতুন মাইলফলকের চূড়ায় ওঠার অপেক্ষায় মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটরক্ষক-ব্যাটার সপ্তম পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মালিক হওয়ার পথে। ১৮৭ টি-টোয়েন্টিতে ৪১.৯৫ গড়, ১২৬ স্ট্রাইক রেট ও ৩৯ ফিফটিতে তাঁর রান ৪৯০৯। এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে ২ হাজার করা একমাত্র ক্রিকেটার তিনি। আর ৯১ রান করলে পাকিস্তানের হয়ে ২০ ওভারের ক্রিকেটে ৫ হাজারি রানের অভিজাত ক্লাবে যোগ দেবেন রিজওয়ান। যেখানে তিনি সঙ্গী হিসেবে পাবেন মালিক, বাবর, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, আহমেদ শেহজাদ ও কামরান আকমলকে।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩০ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩৬ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে