হাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু
জেলেরা জানান, মাছ ধরা শেষে আফসার মাঝির ট্রলারটি তীরে নোঙর করে রাখার পর ভোরে জেলেরা ঘুমাচ্ছিলেন। ট্রলারের ভেতরে আফসার মাঝিসহ পাঁচজন ঘুমিয়ে ছিলেন। এ সময় দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গেলে তিনজন নদীতে পড়ে যান।