হিরো আলমকে কিছু বলিনি, মির্জা ফখরুলকে জবাব দিয়েছি: ওবায়দুল কাদের
বগুড়া- ৪ আসনের উপনির্বাচনে পরাজিত প্রার্থী হিরো আলমকে নিয়ে আলোচিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হিরো আলম তাঁর বক্তব্যের লক্ষ্য ছিলেন না। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন।