বাংলাদেশকে চাপে রাখতে ব্লিঙ্কেনকে কংগ্রেসম্যানের টুইট
বিল তাঁর টুইটে গত ৮ জুন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ছয় কংগ্রেস সদস্যের চিঠিও যুক্ত করে দেন। উইলিয়াম কিটিং ছাড়াও অন্য যে পাঁচ কংগ্রেস সদস্য চিঠিতে স্বাক্ষর করেছেন, তাঁরা হলেন জেমস ম্যাকগভার্ণ, বারবারা লি, জিম কস্টা, দিনা টিটাস ও জেমি রাস্কিন।