মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সফরের প্রথম দিন শেষ করেছেন। বেইজিংয়ে গতকাল রোববারের দুই দেশের কূটনীতিকেরা খুব সরাসরি এবং স্পষ্টভাবে বিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের নেতারা বিভিন্ন বিষয়েই সূক্ষ্ম মতবিরোধ করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গতকাল রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেন, চীনের সঙ্গে পুনরায় কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এটি এখন প্রথম ধাপে রয়েছে। সামনে আরও আলোচনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে ৮ ঘণ্টা বৈঠক করেছেন, যা শিডিউলের চেয়ে ১ ঘণ্টা বেশি ছিল। গত কয়েক মাসের বরফ-শীতল সম্পর্কের মাথায় এই বৈঠক পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করবে। তবে যুক্তরাষ্ট্রের এ সফরে তেমন কিছু অর্জনের প্রতাশা নেই বলে ধারণা করছেন অনেকেই।
এদিকে আজ সোমবার আবার বৈঠকে বসেছেন ব্লিঙ্কেন ও চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক মিশনের প্রধান ওয়াং। মিটিং শুরুর আগে তাঁরা নীরবেই করমর্দন করে কক্ষে প্রবেশ করেন। তবে ব্লিঙ্কেনের এই সফরে চীনের কূটনৈতিক নেতাদের বেশ উৎফুল্ল দেখা গেছে প্রথম দিন থেকেই। আজকের আলোচনায় বিশেষ বিষয়ে গুরত্ব দেওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাং কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে। তবে এই সফরে তিনি দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয় নিয়ে কথা বলবেন, ভূ-রাজনীতি নয়।
চীন সরকারের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে চীন ও বিশ্বায়ন কেন্দ্রের প্রধান ওয়াং হুইয়াও বলেন, ‘আমি মনে করি না যে সোনালি অতীতে ফিরে যাওয়া সম্ভব। তবে আমরা সম্ভবত এক নতুন স্বাভাবিক দুনিয়ায় প্রবেশ করেছি। যেখানে উভয় দেশ একে অপরকে পরিবর্তনের চেষ্টা করে না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করে।’
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ওয়াশিংটনের সঙ্গে ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই সর্বনিম্ন পর্যায়ে বলে বর্ণনা করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সফরের প্রথম দিন শেষ করেছেন। বেইজিংয়ে গতকাল রোববারের দুই দেশের কূটনীতিকেরা খুব সরাসরি এবং স্পষ্টভাবে বিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের নেতারা বিভিন্ন বিষয়েই সূক্ষ্ম মতবিরোধ করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গতকাল রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেন, চীনের সঙ্গে পুনরায় কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এটি এখন প্রথম ধাপে রয়েছে। সামনে আরও আলোচনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে ৮ ঘণ্টা বৈঠক করেছেন, যা শিডিউলের চেয়ে ১ ঘণ্টা বেশি ছিল। গত কয়েক মাসের বরফ-শীতল সম্পর্কের মাথায় এই বৈঠক পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করবে। তবে যুক্তরাষ্ট্রের এ সফরে তেমন কিছু অর্জনের প্রতাশা নেই বলে ধারণা করছেন অনেকেই।
এদিকে আজ সোমবার আবার বৈঠকে বসেছেন ব্লিঙ্কেন ও চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক মিশনের প্রধান ওয়াং। মিটিং শুরুর আগে তাঁরা নীরবেই করমর্দন করে কক্ষে প্রবেশ করেন। তবে ব্লিঙ্কেনের এই সফরে চীনের কূটনৈতিক নেতাদের বেশ উৎফুল্ল দেখা গেছে প্রথম দিন থেকেই। আজকের আলোচনায় বিশেষ বিষয়ে গুরত্ব দেওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাং কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে। তবে এই সফরে তিনি দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয় নিয়ে কথা বলবেন, ভূ-রাজনীতি নয়।
চীন সরকারের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে চীন ও বিশ্বায়ন কেন্দ্রের প্রধান ওয়াং হুইয়াও বলেন, ‘আমি মনে করি না যে সোনালি অতীতে ফিরে যাওয়া সম্ভব। তবে আমরা সম্ভবত এক নতুন স্বাভাবিক দুনিয়ায় প্রবেশ করেছি। যেখানে উভয় দেশ একে অপরকে পরিবর্তনের চেষ্টা করে না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করে।’
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ওয়াশিংটনের সঙ্গে ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই সর্বনিম্ন পর্যায়ে বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এ ছাড়া, নিহতের তালিকার চারজনের মৃত্যু হয়েছে অনাহার-অপুষ্টিজনিত কারণে।
১২ মিনিট আগেবিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১১ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
১২ ঘণ্টা আগে