ভবন ভাঙচুর ও মারধরের অভিযোগ শুনে যুবলীগ নেতা বললেন, ‘হামলার নাটক’
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাবিবুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্মাণাধীন ভবন ভাঙচুর ও ওই ভবনে কর্মরত শ্রমিক, প্রকৌশলী ও ব্যবসায়ীদের মারধরের অভিযোগ উঠছে। এ ঘটনাকে ‘হামলার নাটক’ হিসেবে বর্ণনা করে অভিযোগ উড়িয়ে দিয়েছেন যুবলীগ নেতা।