পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা
মাদারীপুরের শিবচরে সেতুর পাশে এক যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম কামরুজ্জামান চোকদার (২২)। তিনি পাশের শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে।