শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন। আজ শনিবার ভোর থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। বেড়েছে দূরপাল্লার বাসের চাপ। গাড়িতে আসন খালি না পেয়ে অনেক যাত্রীকে দাঁড়িয়ে যেতে হচ্ছে।
সকালে সরেজমিনে দেখা গেছে, দূরপাল্লার বাসের জন্য এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে যাত্রীরা অপেক্ষা করছেন। লোকাল বাসেও যাত্রীদের বেশ ভিড় রয়েছে। ইজিবাইক, ভ্যান, মাহেন্দ্র, অটোরিকশারও ব্যস্ততা বেড়েছে। এসব গাড়িতে করে বিভিন্ন গ্রাম থেকে এক্সপ্রেসওয়ের যাত্রীছাউনিতে এসে নামছে যাত্রীরা। এ ছাড়া সড়কে প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপও দেখা গেছে।
ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া প্রচেষ্টা, স্বাধীন, বসুমতী, ইলিশ, শিবচর থেকে আসা আনন্দ এবং সদরপুর, মুকসুদপুর, শরিয়তপুর থেকে ঢাকার উদ্দেশে যাওয়া লোকাল বাসগুলো মহাসড়কের বিভিন্ন স্টপেজে থামছে। ফলে স্টেপজগুলোতে যানবাহন ও যাত্রীদের বেশ জটলা দেখা গেছে।
ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত এই সড়কের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। মাঝে রয়েছে পদ্মা সেতু।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাসগুলোকে মাদারীপুরের টেকেরহাট, বরইতলা ও ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এসে কিছুটি যানজটের কবলে পড়তে হচ্ছে। পরিবহনের বাড়তি চাপ থাকায় পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজায়ও বেশ কিছুক্ষণ থামতে হচ্ছে। এ ছাড়া মহাসড়কের কোথাও তেমন কোনো বিড়ম্বনা নেই।
ঢাকাগামী যাত্রী রোকসানা আক্তার বলেন, ‘সকাল থেকেই অনেক ভিড়। ভাঙ্গা থেকে ছেড়ে আসা বাসেও উপচে পড়া ভিড়। আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও গাড়িতে সিট পাওয়া যাচ্ছে না।’
তামান্না আক্তার নামের আরেক যাত্রী বলেন, ‘আগামীকাল রোববার থেকে অফিস খুলে যাচ্ছে। শেষ দিন হিসেবে আজ শনিবার যাত্রীর চাপ অনেক। ভেবেছিলাম ভোরের দিকে ভিড় কম থাকবে। কিন্তু ভোরেও প্রচুর যাত্রী। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সূর্যনগর স্ট্যান্ডে।’
মোশাররফ হোসেন নামের এক যাত্রী বলেন, ‘আজ ভোর থেকেই যাত্রীদের অনেক ভিড়। ভাঙ্গা থেকে ছেড়ে আসা বাসগুলোর বেশির ভাগই যাত্রীতে পূর্ণ। দাঁড়িয়েও অনেকে যাচ্ছে।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ফের মহাসড়কে যানবাহনের ব্যস্ততা বেড়েছে। হাইওয়ে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্ট্যান্ডে গাড়ির জটলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাইওয়ে পুলিশের টিম কাজ করছে। সড়কে অতিরিক্ত গতির কারণে যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে। বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ রয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আমাদের টিম।’
ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন। আজ শনিবার ভোর থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। বেড়েছে দূরপাল্লার বাসের চাপ। গাড়িতে আসন খালি না পেয়ে অনেক যাত্রীকে দাঁড়িয়ে যেতে হচ্ছে।
সকালে সরেজমিনে দেখা গেছে, দূরপাল্লার বাসের জন্য এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে যাত্রীরা অপেক্ষা করছেন। লোকাল বাসেও যাত্রীদের বেশ ভিড় রয়েছে। ইজিবাইক, ভ্যান, মাহেন্দ্র, অটোরিকশারও ব্যস্ততা বেড়েছে। এসব গাড়িতে করে বিভিন্ন গ্রাম থেকে এক্সপ্রেসওয়ের যাত্রীছাউনিতে এসে নামছে যাত্রীরা। এ ছাড়া সড়কে প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপও দেখা গেছে।
ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া প্রচেষ্টা, স্বাধীন, বসুমতী, ইলিশ, শিবচর থেকে আসা আনন্দ এবং সদরপুর, মুকসুদপুর, শরিয়তপুর থেকে ঢাকার উদ্দেশে যাওয়া লোকাল বাসগুলো মহাসড়কের বিভিন্ন স্টপেজে থামছে। ফলে স্টেপজগুলোতে যানবাহন ও যাত্রীদের বেশ জটলা দেখা গেছে।
ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত এই সড়কের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। মাঝে রয়েছে পদ্মা সেতু।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাসগুলোকে মাদারীপুরের টেকেরহাট, বরইতলা ও ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এসে কিছুটি যানজটের কবলে পড়তে হচ্ছে। পরিবহনের বাড়তি চাপ থাকায় পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজায়ও বেশ কিছুক্ষণ থামতে হচ্ছে। এ ছাড়া মহাসড়কের কোথাও তেমন কোনো বিড়ম্বনা নেই।
ঢাকাগামী যাত্রী রোকসানা আক্তার বলেন, ‘সকাল থেকেই অনেক ভিড়। ভাঙ্গা থেকে ছেড়ে আসা বাসেও উপচে পড়া ভিড়। আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও গাড়িতে সিট পাওয়া যাচ্ছে না।’
তামান্না আক্তার নামের আরেক যাত্রী বলেন, ‘আগামীকাল রোববার থেকে অফিস খুলে যাচ্ছে। শেষ দিন হিসেবে আজ শনিবার যাত্রীর চাপ অনেক। ভেবেছিলাম ভোরের দিকে ভিড় কম থাকবে। কিন্তু ভোরেও প্রচুর যাত্রী। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সূর্যনগর স্ট্যান্ডে।’
মোশাররফ হোসেন নামের এক যাত্রী বলেন, ‘আজ ভোর থেকেই যাত্রীদের অনেক ভিড়। ভাঙ্গা থেকে ছেড়ে আসা বাসগুলোর বেশির ভাগই যাত্রীতে পূর্ণ। দাঁড়িয়েও অনেকে যাচ্ছে।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ফের মহাসড়কে যানবাহনের ব্যস্ততা বেড়েছে। হাইওয়ে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্ট্যান্ডে গাড়ির জটলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাইওয়ে পুলিশের টিম কাজ করছে। সড়কে অতিরিক্ত গতির কারণে যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে। বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ রয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আমাদের টিম।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২২ মিনিট আগে