ফ্যাসিবাদীর কারণে মাগুরার এমপি হয়ে ক্রিকেটার সাকিব পালিয়েছে: যুবদল সভাপতি
১৬ বছর আওয়ামী লীগ এ দেশের জনগণকে শোষণ করেছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষ কথা বলতে ভয় পেত। এই মাগুরা থেকে এমপি হয়ে ক্রিকেটার সাকিব (সাকিব আল হাসান) পালিয়েছে, সাইফুজ্জামান শিখর পালিয়েছে, তাদের নেতা কর্মীরা পালিয়েছে। কারণ একটাই, তারা ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা তৈরি করেছিল।