Ajker Patrika

দাওয়াত না দিয়ে বাড়ির সামনে বিয়ের গেট, সংঘর্ষে আহত ১০

মাগুরা প্রতিনিধি 
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৪: ৫০
খুলে ফেলা হচ্ছে বিয়ের গেট। ছবি: আজকের পত্রিকা
খুলে ফেলা হচ্ছে বিয়ের গেট। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় বিয়ের গেট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সদর উপজেলার বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বুজরুকশ্রীকুণ্ডি গ্রামের ইনসার মিয়ার মেয়ের বিয়ের জন্য গেট তৈরি করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। গেট করা হলেও রাজ্জাক মোল্লা ও তাঁর সমর্থকদের দাওয়াত না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার বিয়ে শেষ হওয়ার পর আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় শামীম মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, তাঁরা বিয়ের দাওয়াতের বিষয়ে কিছু জানেন না। তবে বিয়ের দাওয়াত নিয়ে কথাকাটাকাটি হয়। এতে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে।

এদিকে এ ঘটনার পর কনের বাবাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিয়ের গেট খুলছে ডোকোরেটরের লোকজন। ওই এলাকায় পুলিশের দুটি গাড়ি টহলে রয়েছে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক মো. ইমরুল বলেন, ‘সকালে ঘটনার পর পর সেনাবাহিনী ঘুরে গেছে। এরপর পুলিশ পাহারা দিচ্ছে। যারা মারামারি করেছিল, তারা কেউ বাড়িতে নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত