কৃষি কর্মকর্তাদের পাশে পান না কৃষকেরা
‘এবার আমার ৪৬ শতক জমিতে ধান হওয়ার কথা অন্তত ২৫ মণ। সেখানে উঠেছে ১৫ মণ। ফলন ভালো হতো, যদি সঠিক সময়ে পরামর্শ পেতাম। ধানে পোকা লেগে এখন খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে। যাঁরা ব্লক সুপারভাইজার (উপসহকারী কৃষি কর্মকর্তা) আছেন, তাঁদের কখনো মাঠে আসতে দেখি না।’