আগামী বছর বাজারে আসতে পারে উইন্ডোজ ১২, যা যা থাকছে
২০২১ সালের অক্টোবরে উইন্ডোজ ১১ রিলিজ় করে মাইক্রোসফট। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বাজারে আসে উইন্ডোজ ১১। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ সংস্করণ’ বলা হচ্ছিল। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৪ সালেই বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২।