প্রযুক্তি ডেস্ক
গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এ চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দেয় মাইক্রোসফট। এই চ্যাটবটের ফলে ইন্টারনেটে তথ্য খোঁজের পাশাপাশি বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবটের সাহায্য নিতে পারছেন ব্যবহারকারীরা। এ চ্যাটবটের সুবিধা থাকায় বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার এরই মধ্যে বেড়েছে কয়েক গুণ। এবার উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করেছে মাইক্রোসফট। গত মঙ্গলবার থেকে চালু হওয়া এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
এখন থেকে নিজস্ব মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে ‘এজ’ ও ‘বিং’ সার্চ ইঞ্জিনের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের মোবাইল অ্যাপেও চ্যাটবটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়া, ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটের সুবিধা আনা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল অ্যাপের নিচের অংশে থাকা ‘বিং’ বাটনে চাপ দিলে এখন থেকে চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। এজ মোবাইল অ্যাপের বেলায় ব্যবহারকারী হোমপেজ থেকেই চ্যাটবট চালু করতে পারবেন। ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটটি ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
তবে চ্যাটবটে অপ্রয়োজনীয় সার্চ বেশি হওয়ায় চ্যাটবটে দৈনিক একজনের জন্য প্রশ্ন সংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট। ফলে, একসঙ্গে ৫টির বেশি প্রশ্ন করা যাবে না বিং-এর চ্যাটবটকে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ ৫টি এবং দিনে সব মিলিয়ে সর্বোচ্চ মোট ৫০টি প্রশ্ন করতে পারবেন চ্যাটবটটিকে। দীর্ঘ চ্যাটিংয়ের কারণে নানা ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চ্যাটবটটিকে। এতে অনেক সময় বিভ্রান্তিকর উত্তর দিচ্ছে এটি।
গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এ চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দেয় মাইক্রোসফট। এই চ্যাটবটের ফলে ইন্টারনেটে তথ্য খোঁজের পাশাপাশি বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবটের সাহায্য নিতে পারছেন ব্যবহারকারীরা। এ চ্যাটবটের সুবিধা থাকায় বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার এরই মধ্যে বেড়েছে কয়েক গুণ। এবার উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করেছে মাইক্রোসফট। গত মঙ্গলবার থেকে চালু হওয়া এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
এখন থেকে নিজস্ব মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে ‘এজ’ ও ‘বিং’ সার্চ ইঞ্জিনের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের মোবাইল অ্যাপেও চ্যাটবটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়া, ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটের সুবিধা আনা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল অ্যাপের নিচের অংশে থাকা ‘বিং’ বাটনে চাপ দিলে এখন থেকে চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। এজ মোবাইল অ্যাপের বেলায় ব্যবহারকারী হোমপেজ থেকেই চ্যাটবট চালু করতে পারবেন। ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটটি ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
তবে চ্যাটবটে অপ্রয়োজনীয় সার্চ বেশি হওয়ায় চ্যাটবটে দৈনিক একজনের জন্য প্রশ্ন সংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট। ফলে, একসঙ্গে ৫টির বেশি প্রশ্ন করা যাবে না বিং-এর চ্যাটবটকে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ ৫টি এবং দিনে সব মিলিয়ে সর্বোচ্চ মোট ৫০টি প্রশ্ন করতে পারবেন চ্যাটবটটিকে। দীর্ঘ চ্যাটিংয়ের কারণে নানা ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চ্যাটবটটিকে। এতে অনেক সময় বিভ্রান্তিকর উত্তর দিচ্ছে এটি।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে