যেখানে প্রবেশ নিষেধ
মুক্তেশ্বর নামটা আমার কী যে ভালো লেগেছে! মনে হয় মুক্তাদের ঈশ্বর। সমুদ্রের সব মুক্তা জড়ো করে রাজ্যপাট বসিয়েছে এক রাজাধিরাজ। কোন মুক্তা কার কণ্ঠহার হবে বা কার কানে ঝুমকো হয়ে দুলবে, তা এখনই ঠিক হয়ে যাবে। সাগরের গভীরে সাঁতরাতে সাঁতরাতে ভাবতে থাকে, খোলসের বাইরেও এক জীবন আছে, চলে যাবে কারও সৌন্দর্যের মাঝে