Ajker Patrika

সীতাকুণ্ডে মন্দির থেকে অজ্ঞাতনামার ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে মন্দির থেকে অজ্ঞাতনামার ঝুলন্ত মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পাহাড়ের ভেতরে থাকা বাড়বানল অগ্নিকুণ্ড মন্দিরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ। তিনি আজকের পত্রিকাকে জানান, ‘আজ দুপুরে পূজা দিতে গিয়ে মন্দিরের আড়ার সঙ্গে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান পুরোহিত। এ সময় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ নিয়ে পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আরও জানান, গলায় ফাঁস নেওয়ার আগে অজ্ঞাত ব্যক্তিটি মন্দিরে স্থাপিত মূর্তির সামনে লুঙ্গি বিছিয়ে সেখানে ফুল ছিটানোর পাশাপাশি ও মোমবাতি জ্বালিয়ে দেয়। এরপর বাইরে থেকে পাথর এনে তার ওপর দাঁড়িয়ে মন্দিরের আড়ার সঙ্গে মাফলার বেঁধে তারপর গলায় পেঁচিয়ে ফাঁস নেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তারা সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দল হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত