শান্তির খোঁজে বান্দিপুরে
কয়েক ঘণ্টার অবস্থানে ঢাকা আর কাঠমান্ডুর জীবনযাপনে খুব বেশি পার্থক্য খুঁজে পেলাম না। ব্যস্ত সড়ক, মানুষের ছোটাছুটি, অল্পবিস্তর যানজট—সবই আছে এখানে। নেই কেবল বিদঘুটে গরম, ঘাম আর মানুষের ক্লান্ত, বিক্ষিপ্ত চেহারা। প্রকৃতিতে একধরনের শীতলতা আছে, যা শহর ঘুরে দেখার জন্য বেশ আরামদায়ক। কিন্তু ভিনদেশে গিয়েও সে