দুর্গ ধরে রাখতে সাবধানি সাধন
বরেন্দ্র জনপদের নিয়ামতপুর, পোরশা ও সাপাহার। শস্যভান্ডার ও আম উৎপাদনের খ্যাতি রয়েছে নওগাঁর এ তিন উপজেলার। সংসদ নির্বাচনে এসব উপজেলা পরিচিত নওগাঁ-১ আসন হিসেবে। আর আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার, যিনি সরকারের খাদ্যমন্ত্রী।