‘নেইমার পোকার খেলতেই পারে’
সতীর্থকে নিয়ে কটাক্ষ করে কথা বলা খেলোয়াড়দের কাছে খুবই সাধারণ ব্যাপার। কদিন আগে নেইমারের পোকার খেলা নিয়ে খোঁচা দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের মতে, পোকার খেলার স্বাধীনতা নেইমারের রয়েছে।