আজ ঢাকা মাতাবে জাল, সঙ্গে থাকছে দেশের তিন ব্যান্ড
এক যুগ পর বাংলাদেশে গান শোনাবে ব্যান্ড জাল। বাংলাদেশের দর্শকের সামনে পারফর্ম করতে মুখিয়ে আছেন জাল ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল গহর মমতাজ। তিনি বলেন, ‘এর আগে যখন বাংলাদেশে এসেছি, দর্শকেরা আমাদের মুগ্ধ করেছে। সে সময় আয়োজকদের অনুরোধ করেছিলাম আমাকে বাংলা কথা শেখানোর জন্য। তাঁর আমাকে শিখিয়েছিল, “আমি তোমাক