বিবিসির সেই উপস্থাপকের নাম প্রকাশ, তদন্তে নেই আলামত
এর মধ্যে জানা গেল, অভিযুক্ত ওই উপস্থাপকের নাম হু এডওয়ার্ডস। তার স্ত্রীই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তবে নিজের স্বামীর পক্ষেই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে হু ‘মানসিক সমস্যা’ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি যখন সুস্থ হবেন তখন ব্যক্তিগতভাবে ‘অভিযোগের’ জবাব দেবেন।