‘বিষাক্ত’ পাউডারসহ চিঠি পেলেন পাকিস্তানের এক ডজনের বেশি বিচারক
গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের আটজন বিচারক একই ধরনের চিঠি পান। সেখানে ইংরেজিতে একটি নোটে পাকিস্তানের বিচার ব্যবস্থার সমালোচনা করা হয়েছে। ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, নোটটিতে ব্যাসিলাস অ্যানথ্রাসিস শব্দটি উল্লেখ করা ছিল। ব্যাসিলাস অ্যানথ্রাসিস হলো একটি ব্যাকটেরিয়া