বইমেলা ঘুরে সুবিধাবঞ্চিত শিশুরা পেল বিকাশের দেওয়া বই
প্রথমবারের মতো একুশে বইমেলায় ঘুরতে এসে দারুণ উচ্ছ্বসিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী সুদিপ, সাকিবুল ও আল আমিন। ওদের মতোই মেলায় ঘুরে দিনশেষে বিকাশের দেওয়া গল্পের বইসহ নানা ধরনের বই উপহার পেয়ে আনন্দ দ্বিগুণ হয়েছে রাজশাহীর গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থী শুভজিত, আরেফিন ও শুভ্রজিৎ এবং রা