ঝিনুক কুড়াতে গিয়ে নিখোঁজ, ভারতে লাশের খোঁজ পেয়ে স্বজনদের দেড় মাসের অপেক্ষা
‘আমার বাবার যদি হাড্ডি দুই খানও থাকে তাও নিয়ে আসি দেন। এত দিন ধরি ঘুরোছি কেউ কোনো খোঁজ দিবার পারোছে না। ৪৫ দিন ধরে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জালেবার পারি নাই। ভাইরা চুল দাঁড়ি কাটোর পারোছেনা। মাওর (মায়ের) শাখা সিঁদুর ভাঙা হয় নাই। মাও ঠিকমতো কথাও কহোচে নাই। হামাক খালি বাবার শ্রাদ্ধ করির সুযোগ করি দেন।’