বল-জার্সি, সবই লুটেছেন বাফুফের এই কর্তা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে আকণ্ঠ দুর্নীতির অভিযোগ বারবার হেলায় উড়িয়ে দিতেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। এখন ফিফার তদন্ত শেষে দেখা যাচ্ছে, রীতিমতো ‘পুকুরচুরি’র ঘটনায় অভিযুক্ত বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বল থেকে জার্সি; ফিফা সোহাগের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে সবকি