মেয়ের বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ
বাগেরহাটে মেয়ের বিরুদ্ধে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা, নির্যাতন ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে দুই মেয়ে ও তাঁদের স্বামীর বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ছাহেরা বেগম নামের ওই বৃদ্ধা।