‘সে তো কোনো দোষ করেনি, আমার গ্যাদারে কী হামে মারল?’
‘আমার সন্তান তো কোনো দোষ করেনি। কেন তাকে অকালে জীবন দিতে হলো? আমার গ্যাদারে কী হামে মারল। আসতেছি বলে গেল জীবিত, ফিরল লাশ হয়ে।’ রাজধানী ঢাকার শনির আখড়ায় পুলিশের গুলিতে নিহত আমিনুল ইসলাম আমিনের (১৬) মা সেলিনা বেগম এসব বলে আহাজারি করছিলেন। গত ২১ জুলাই সন্ধ্যায় সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে আমিনের মৃত্যু হয়।