
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা বাংলাদেশের জন্য দুই রকম আবহ তৈরি করেছে। সাকিব আল হাসানের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আর মুশফিকের রহিমের দুর্দান্ত এক সেঞ্চুরি দেখা গেছে এই সেশনে।

তাঁর পুরো ইনিংসে যতটা দৃঢ়তা ছিল, সেঞ্চুরির শটটা সে হিসাবে কিছুটা নড়বড়ে। তাতে কী আসে যায়? থার্ডম্যান দিয়ে ওই চারে মুশফিক রহিম যে পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। মুশফিক টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি।

দ্বিতীয় দিনের শুরুতে মুমিনুল হককে হারিয়ে শুরু। প্রথম ইনিংসে বাংলাদেশের রান তখন ৪০। এই ধাক্কা থেকে দলকে বেশ ভালোভাবেই টেনে তুলেছেন সাকিব আল হাসান। তাঁর আক্রমণাত্মক ফিফটিতে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

মিরপুরে একমাত্র টেস্টে আয়ারল্যান্ড ব্যাটারদের বেশ ভুগিয়েছেন তাইজুল ইসলাম। তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আইরিশরা গুটিয়ে গেছে ২৫০ এর আগে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার জানিয়েছেন, তাঁর লক্ষ্য আরও বড়।