মঠবাড়িয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, ৫ জেলে নিখোঁজ
তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম সেলিম বলেন, ছোট মাছুয়া এলাকার ১২ জন জেলে গত ২৬ জুন শুক্রবার মাছ ধরতে সাগরে যান। রোববার গভীর রাতে স্রোতের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় সাতজন জেলেকে উদ্ধার করা হলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া সাত জেলে মহিপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।