সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার, ছাতক ও জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আজ রোববার সকালে দোয়ারাবাজার উপজেলায় দুজন ও ছাতকে একজন এবং গতকাল শনিবার জামালগঞ্জে একজন নিহত হন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।