Ajker Patrika

যশোরে বজ্রপাতে কাঠুরিয়ার মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে বজ্রপাতে কাঠুরিয়ার মৃত্যু

যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম শাহিন হোসেন (৩৫)। তিনি পেশায় কাঠুরিয়া। শাহীন উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আবু জাফরের ছেলে। 

বারবাপুর গ্রামের মো. আতিক হাসান বলেন, এদিন দুপুরে শাহীন বারবাকপুর গ্রামে গাছ কাটার কাজ করছিলেন। এ সময়ে হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর সঙ্গে কাজে থাকা শাহ আলম নামের অপরজন সামান্য আহত হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

অপরদিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের গুচ্ছগ্রামপাড়া আব্দুল মান্নানের স্ত্রী ফতেমা বেগম বাড়িতে কাজ করার সময়ে বজ্রপাতে আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম আলী বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত